দৃঢ় বিশ্বাস(১৮৮০)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কব)
২৭-০৮-২০২২
=====================
সর্বময় সৃষ্টিকর্তা আল্লাহর কাছে
দুহাত তুলে মোনাজাত করি,
আমি যেন সত্য সুন্দর সরল পথে
মৃত্যু পর্যন্ত ব্যয় করতে পারি।


জীবন চলার পথে সহস্র সংগ্রামে
প্রতিকুলে ভেসেছে জীবনতরী,
দৃঢ়তার সাথে একাগ্রতায় হাসিমুখে
সত্যের জয় যেন করতে পারি।


আল্লাহর কাছে করজোর আবেদন
কুসংস্কার পরনিন্দা না করি,
পিছনের ভুলের জন্য তওবা পূর্বক
দৃঢ় মনে সত্যের পথ ধরি।


এই জীবনে সুখ দুঃখের ব্যথা রাশির
নেই যে কোন কমা দাড়ি,
ঝড়, তুফান,বাধাবিঘ্ন যতই আসুক
সব কেটে যেন উঠতে পারি।


কর্মে হৃদয় আমার ক্ষত বিক্ষত হোক
তবুও সব নীরবে সয়ে যাবো,
আমার বিশ্বাস ধৈর্যের ফল একদিন
স্বানন্দে ডান হাতে পেয়ে যাব।


আল্লাহর উপর বিশ্বাস ও ভরসা রাখি
অন্যায় অপকর্মকে ফেলে পিছে,
পারি যেন সম্মুখ পানে এগিয়ে যেতে
নচেৎ জীবন ষোল আনাই মিছে।


যত অন্যায় অত্যাচার ভয়-ভীতি সব
দৃঢ়চিত্ত বাধাবিঘ্ন ত্যাগ করে,
তুমি প্রভু সঠিক পথে চলার অঙ্গীকার
ধৈর্যে চলার শক্তি দিও মোরে।