দু'চোঁখ যে দিক যায়
      এম,এ,সালাম
      ০২-০৩-১৮


নোংরা ধরায় বাস করিতে-
    আমার বড্ড কষ্ট হয়,
যে মানুষ যার নেমক খেয়ে
    তারই ক্ষতি করিতে চায়।


তার চেয়ে বরং চলে যাব-
    দু'চোঁখ যে দিক যায়,
আমার দ্বারা কাহারো ক্ষতি
    আমার কামনা নয়।


সুন্দর জগৎ আমায় নিয়ে-
     হাসি ঠাট্টা করে যায়,
এমনি নিমক খাওয়ার চেয়ে
     আমার যেন মৃত্যু হয়।


নোংরা বলে বেড়িয়ে যাব-
      সুন্দর ভুবন ছেড়ে,
  কৈফিয়াত যদি দিতেই হয়
      দিব জগৎ স্বামীর কাছে।


রঙিন ক্ষৌনীটার কাছে যেদিন-
    আদর,কদর ফিরে পাব,
সে দিন হয়তঃ পূনঃজন্ম নিয়ে
     দু'চোঁখে স্বপ্ন দেখে যাব।