দু,মুঠো ভাতের জন্য
   এম এ সালাম
     ১৮-১২-১৯


অভাবের সংসারে জন্ম দোলার-
   অসহায় গরীব বাবার ঘরে,
দোলার বাবা সারাটি জীবন
   হায়! গায় খাঁটিয়া মরে।


দোলার মায় কাজ করে যে-
    অপার মানুষের বাড়ি,
রাতের বেলা সবাইকে নিয়ে
    কোন রকম করে নজরদারি।


দু,মুঠো ভাত খাওয়ার জন্য-
   পিতামাতা কত কষ্ট করে,
ক্ষুধাভাবে মালিকের চোখ রাঙানি
   হায়! কত সহ্য করে।


অতি সকালে মেয়েটি যায়-
    পাশের বাড়ি ঝিয়ের কাজে,
বাসনকোসন ধুয়ে মেজে
     সামান্য পান্তাপানি আনে।


দোলার বাবা চাষ করে খায়-
    মৃধা বড়ির চাষের জমি,
এক লোকমা ভাতের জন্য
     করেন কত্ত আহাজারি।


দুপুর হলেই ছোট ভাইটা-
    ভাত খাবারের চায়,
বাসন লয়ে বসে থাকে
   কখন যে মা ডাক দেয়।


ভাত না পেয়ে ভাইটি দোলার-
   ক্ষুধায় ছটফট  করে,
তাই দেখিয়া দোলার চোখে
    আষাঢ়ের জল ঝড়ে।