একটু ঝড়ে ভেঙ্গে যাবে-
    নড়বড়ে দেহ খানি,
বিপদ সংকেত দেখলে তুমি,
    কোথায় পালাবে জানি।
শুকনো পাতা নও যে তুমি-
    হালকা বাতাস এলে,
ঝড় ঝড়িয়ে পড়বে খসে,
    গাছের শাখা হতে।
তুলো নিয় যে উড়ে যাবে-
     সামান্য ফু-দিলেই,
যথা ইচ্ছা তথায় যাব,
    বাতাসের বাও পেলেই।
ভাবলে তুমি উপড়ে যাবে-
    ঈশান কোনের ঝড়ে,
গাছের শিকর গেড়ে আছে,
     অনেক দূর ছেয়েই।
দমক দিচ্ছ দমকা সুরে-
  কাহার শক্তি পেয়ে,
অসময়ে থাকবে কিনা,
   অসীম সাহস নিয়ে।
তুমি কাজ কর ভেবে চিন্তে-
   নিজের শক্তি দিয়ে,
অন্যের কথায় কান দিলে,
   সব কিছু হারাবে।
সু-সময়ের বন্ধু কিন্তু -
    আসল বন্ধু নয়,
স্বার্থের টানে দেখবে তুমি,
   উড়ে এসে জুড়ে বয়।