দুর্দিনের ছবি
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
২৬-০৪-২০২২
⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕
মন দিয়ে যাদের ভালোবাসি
তারাই দেয় ফাঁকি,
ভদ্র বলে তবু চুপচাপ থাকি
নিজেকে শান্ত রাখি।


সুজনের মনের গভীরতা মাপি
আচরনের মাপকাঠি আঁকি,
ভুল ত্রুটির ওজন কত বা কি?
তা বুঝার আছে কি বাকি।


আমার যখন আসে দুর্দিন
হাত পেতে নি ঋণ,
আত্মীয় স্বজনেরা হয়ে যায় পর
নির্দয় হয়ে ওঠে মন শহর।


অতীত সবাই ভুলে যায় সব পরিচয়
জীবন করে তোলে বিষাদময়,
পরবর্তীতে রটায় মিথ্যে কিছু রটনা
প্রকাশ  নিত্য নতুন ঘটনা।


যদিও এক মাঘে যায় না শীত
মানুষ ভুলে যায় অতীত,
দেখে না ইতিহাস মানুষ ফিরে
মানুষ হাটে অন্য পথ ধরে।


পারি না হতে বড়ো স্বার্থপর
সব কিছু করে দেই কবর,
পর্দায় ভেসে উঠে কত যে ছবি
মুছতে পারি না সব ই।