ধূসর রঙের ভালোবাসা
    এম,এ,সালাম
     ২০-০৪-২১
============
সতত মনে পরে তোমার
  সেই স্মৃতি মাখা কথা,
সেদিন পাশে কেউ ছিল না
ছিলাম আমি বড় একা।


যথাসময়ে বড়ো অবেলায়
আমি পেয়েছিলাম যারে,
আপন করে মনের গহীনে
ঠাঁই দিয়েছিলাম  তারে।


ঝড়তুফান সব বাঁধা পেরিয়ে
ভালবেসে ছুঁয়েছিলাম বটে,
বাস্তবে সান্নিধ্যে না হলেও
সে যে ছিল কল্পনার তটে।


তোমার সুখের চেষ্টা করেছি
সুখ দিতে পারে নি তোমায়,
চেষ্টা করে ব্যর্থ হয়েছিলাম
সাধ্য ত্রুটি রাখি নি জমায়।


তোমারই মাঝেই ছিল স্বপ্ন
ছিল আমার যত সুখ
ভুল করে সব হারিয়ে ফেলেছি
পেয়েছি হৃদমাঝে অসুখ।


বিলিন হওয়া স্বপ্ন সেদিন
রঙ রূপ দিয়েছিল যে মনে,
তারে বিনা আমি সুখী হব
তারে ছাড়া থাকবো কেমনে।


তাকে ছাড়া একাকী নিঃস্ব
আমি এই সুন্দর পৃথিবীতে,
এতিম যেমন থাকে একাকী
বঞ্চনায় অনাদর নিভৃতে।


অনেক দিনের স্বপ্ন গুলো
কেন যে ধরেছে ঘুন?
হেলায় নিজেকে প্রতিনিয়ত
আমি একান্তে করছি খুন।