১-হার-কাপুনি
মাঘ মাসের ঠাণ্ডা হাওয়ায়-
    হার-কাপুনিতে আসছে শীত,
জামাই বাবু দিচ্ছে আড়ি
    খেতে কাঁচি খোচার গীত।
    
     ২- ভেজা শীত
হিমেল হাওয়ায় বরফ পড়ে-
    মাঘের সকাল বেলা,
সৃষ্টি কর্তা এই ধরার মাঝে
      দেখায় কত রঙের খেলা?