এ কেমন আজাব
এম,এ,সালাম
  ৩০-০৪-২১
=============
গ্রীষ্মের গরম হয় না নরম
   ঝরছে গায়ের ঘাম,
তীব্র তাপে অতিষ্ঠ  সবাই
   বৃষ্টির নেই যে নাম।


ঈশান কোনে মেঘ দেখি না
   দেখি না বৃষ্টির লক্ষন,
মাঠের পশু কোথায় করবে?
    ঠান্ডা পানি ভক্ষন।


কালো মেঘ কোথাও নেই
  নেই কালোবৈশাখী ঝড়,
এমন ভাবে পরলে গরম
   কি হয় যেন অতঃপর।


দিন মজুর গরমে অতিষ্ঠ
  সবাই করছে হাহুতাশ,
চারিদিকে যে গরম বইছে
  নেই আজ ঠান্ডা বাতাস।


পাপ তাপে পরিপূর্ণ  দেশ
  আল্লাহ হয়েছে নারাজ,
করোনা আর বৃষ্টির গজবে
   বিশ্ব দিশেহারা আজ।


আল্লাহ তুমি মহা-করুনাময়
   করো বান্দারে এহেছান,
পাপ করেছি মাফ করে দাও
   তুমি তো রহিম রহমান।