এ কেমন ভালোবাসা?  (১৯৩৭)
এম,স,সালাম (সুর ও ছন্দের কবি)
২৩-১০-২০২২
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ভালো সবাই বাসতে চায়,ভালো রাখে কয়জন?
সবাই প্রতিজ্ঞা করে যায় শুধুই প্রতিক্ষন,
ভালোবাসা যে আনন্দের শুধু ক্ষণিকের লাগি
ভালো রাখে মন-প্রাণে,স্বার্থ যায় সব ত্যাগী।


আপন লোক আপন থাকে না'তো চিরদিন
দেখলে শুধু ভালোবাসা দেখায় প্রতিদিন,
ভালো আর খারাপ এই নিয়ে সব দাবা খেলা
আজ যেটা সুখের কাল সেটাই অবহেলা।


ভালোবাসা শুধু মন দিয়ে বুঝতে পারে না কেউ
লোক দেখানো প্রেম আলো আধারের ঢেউ,
মন যদি কেউ বুঝতে পারে কেউ ভালো রাখছে
কষ্ট হলেও জীবন মানে পাশে পাশে থাকছে।

সুন্দর  আয়েশের অনুভুতি চিরদিন লেগে থাকে
ভালোবাসা আর ভালোলাগা সব পায় যাকে,
ভুবনমাতা অতি চমৎকার  মন যদি থাকে  ঠিক
বাঁচতে লাগে ত্যাগ স্বীকার জয় করে সব দিক।


ভালোবাসা খেলার পুতুল নয়,নয় মুখে বলা গল্প
হিতাহিত জ্ঞান সব হারালে এর স্থায়িত্ব স্বল্প,
তবুও যদি মন দিয়ে জানে এ ভালোবাসার কথা
সব থেকে বড় পাওয়া,না পাওয়ায় মনে ব্যথা।