এ,মন কেন এত রঙ বদলায়?
            এম, এ, সালাম
             ১৭-০৫-২০    
                      
রক্তে মাংসের মানুষ সবাই
     এই ধরায় বাস করে,
ফর্সা,কালোর গুন নিয়ে আজ
      অহংকর কেন করে।


জীবনটাকে খাপ খাওয়াইছো
     পরিবেশের সাথে সবে,
সুন্দরীদের রুপ গুন দেখিয়া
     কেন চমকে উঠে সবে?
  
একই কারিকরের সৃষ্টি মানুষ
    রঙে বিভিন্নতা দেখা যায়,
এই মানুষ কেন জগৎ লিলায়
    বারে বারে রঙ বদলায়।


নদীর এপার কহে ওপারেতে
    সর্বসুখ বিরাজ করে,
ওই রকম সুখ যদি ভাইরে
    সতত থাকিত এই পাড়ে।
                                  
প্রেমে ভালবাসার রঙ না দেখে
     মন কেন রঙ বদলাও?
যে প্রেম ভালবাসা রঙ বহুরুপি
     যেখানে প্রেমের হবে ক্ষয়।


এ মন যেমন আছ ভাল আছ
      ধরায় আছো মহা সুখে,
কেন অন্যের সুখ স্বাচ্ছন্দ দেখে?
      কষ্টে কাঁদ মনের দুঃখে।


জীবন কে তুমি বদলাতে চাও
     অন্যের রঙিন সুখ দেখে,
সুখ যদি তুমি পেতে চাও ভাই
    আনো সুখের বাজার থেকে।