এই বিবাগী মন (১৯৮০)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৩-১২-২০২২
====================
একবার গৃহিনী হতে চায়
এই মন,চায় শুধু চায়,
ঘরছাড়া ফেরারী জীবন হায়
আমার শূন্য শূন্য প্রায়।


একবার প্রেমে পড়তে চায়
এ মন ভুলে যেতে চায়,
কেমন করে ভুলি যে তারে
তারে পাই না সর্বদায়।


সতত কথারা আমার হাটে
কোন নিরুদ্দেশের পথে?
চিন্তা ভাবনা ঠাঁই নেয় যে
ওই মেঘের ভেলায় রথে।


চোখে তাকাতে লাজ নামে
সে আক্রমণ করে মনে,
ঝিরিঝিরি অশ্রু গড়িয়ে পরে
অভিমানে তার সনে।


এইতো জীবন,এইতো পাওয়া
না পাওয়ার দেবাচল,
তোমায় মনাকাশে পাইনা শেষে
রঙের জীবনটা অচল।


হেসে খেলে  দিন কেটে  যায়
কেঁদে মরি তার জন্য,
ওই আশার বুকে বাঁচি কতবার
পাইলে হবো যে ধন্য।