ঈদে ছেলে বিবির বায়না
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
   ০২-০৫-২০২২
‌‌‌‌‌‌°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ছেলের বায়না তৈরী চায়না সোনালী রঙের ঘড়ি
পায়ের জুতা এ্যাপক্সের,কিনবে  দামে ভারী।
বেল্টা ভালো রঙে কালো দেখতে নকশি করা
দেখলে সবাই টাক্সি খাবে,চোখে নজর কাড়া।
অনেক আছে বায়না পিছের নতুন হাফশার্ট
পড়লে সবাই ভাববে যেন ছেলেটি বড় স্মার্ট।
জিন্সের প্যান্ট কেনার জন্য আগ থেকেই বলে
ম্যাচ করে পড়লে যেন সিনেমার নায়ক বলে।
স্ত্রীর বায়না কিনবে আয়না তৈরী ওই চায়নার
কষ্ট হলেও কিনে দেও না কানের দুল সোনার।
বোরখা কিনবে আরোবিয়ান রঙ হবে যে কালো
সেমাই, নুডলস,কিনবে মেগী খেতে লাগবে ভালো।
ঈদের সময় ঢিলাঢালা মার্কেট সব খোলা আছে
কেমন করে মার্কেট করি সেই লকডাউন যে মিছে।
প্রাণের স্বামী বলছি আমি ওগো জানের জান
তুমি আমার আশা ভরসা,সকল মান অভিমান।
আলতা রাঙা নুপুর পায়ে গোলাপি বেনী হবে
অনেক দামে কিনলে পন্য মন যে ফ্রেস হবে।
কপাল যত দেখছি তত চলার পথের গতি
তাই তো বলি স্বামীর গুন মনে করি যদি।
দুঃখের মরণ করছি স্মরণ যেন তোমা তরে
মূল্যের গতি নয় যে রতি কত কষ্ট মনে ধরে।
চিন্তার লাগি নিঘুম থাকি মরছি তোমার ডরে
আসলে টাকা ঘুড়বে চাকা কিনে দিবো পরে।
নিয়ত করছি কিনবো এবার ঈদের পরের দিন
হয়তো তাতে স্ত্রী ছেলের আনন্দো হবে মলিন।