ঈদের বায়না
     এম এ সালাম
           ০৭-০৬-১৯


ঈদের দিনে পাশের বাড়ী-
      শুনেছি রাধবে সেমাই সিন্নী,
অনাথ ছেলের সাধ জেগেছে
      খাইবে লুডুস ফেরণী।


মায়ের কাছে বায়না ধরে  -
      খাইবে সাক্ষরখানার ফেরনী,
পাশের বাড়ীর খুশীর মায়
      ফেরনী রাধে  যেমনি।


মায় বলেছে ঘরে মোদের-
     চাল, চিনি, দূধ নেই,
কেমন করে ছেলের বায়না
    ফেরনী, তৈরী করে দেই।


মাগো সবাই খাবে ঈদের দিনে-
     আমরা খাইব না কেন?
মাগো কষ্ট হলেও পাক করিও
     মাগো, ভুল হয় না যেন।


কামাল জামাল বলিতে আছে-
     কালকে ঈদের দিনে,
মজা আর আনন্দ হইবে না
     নতুন জামা কাপড় বিনে।


মায়ের কষ্ট বেড়ে যায় যে-
     ছেলের মুখের বুলি শুনে,
পয়সা নেই টাকা নেই যে
     হায়! নতুন জামা দিব কিনে।