রোজার শেষে চাঁদ উঠেছে-
     আকাশের কোল ঘেসে,
ঈদ আনন্দে ক্ষৌনীটা আজ
      উঠছে মেতে হেসে।


নতুন পোশাক পড়ে সবাই-
    যাবে বাড়ি বাড়ি,
সেমাই নাস্তা খাবে কেহ
     করে কাড়াকাড়ি।


শিশুদের মনে কত আশা-
      কাল হবে মহানন্দ,
মানুষের মাঝে থাকে না যেন
     কোন দ্বন্দ সন্দেহ।


ঈদগাহে যাবে নামাজ পড়তে-
     পথে সালাম কালাম,
ঈদানন্দ সবার সাথে একটু
    ভাগাভাগি করে নিলাম।