ঈদের পরে (১৭৭৩)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১০-০৫-২০২২
🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹🚹
পূণ্যের মাস শাওম গেল পাপ ধুইলো কি সব?
কোন শরমে করি গো ফুর্তি,করি ঈদ উৎসব।
হারাম কামাই ছাড়তে পারে নি করি অহংকার
স্বার্থ ব্যতিত করতে কি পারি পরের উপকার।
তাই অপরের প্রতি দয়া মায়া দেখাই সমভাবে
ক্ষুধায় কষ্ট করতে পারবো নিজের অনুভবে?
কুট কথার অভ্যাসটা কি ছাড়তে পারবো ভাই?
রোজা রেখে এখন কি পরের বদনাম গীবত গাই।
হারাম কাজ ছাড়বো সবে হালাল ধরবো কেড়ে
এখন হতে তওবা করে বদ অভ্যাস দিবো ছেড়ে।
ঈদ পরবর্তী উৎসবে আজকে স্মরণ করো ভাই
পড়শিজন ও আত্মীয়ের হক ক,জনে যে মিটাই?
মোনাফেকির  স্বভাব কি মাফ করে দেবেন রবে
তওবা করে ফিরে আসলে মাফ করে দিবেন তবে।