এই তো ক,দিন পরে?
    এম,এ,সালাম
     ২৪-০৭-২১
""""""""""""""""""'""'''"'"''''''''''''''''''''''''
অস্থায়ী অতিথি আমরা সবাই
       এই ধরনীর মাঝে,
লোভের মোহে পড়েই  আমরা
        ছুটছি সকাল সাঁঝে।


কোনটা খাঁটি কোনটা নকল
      না ভেবে পকেট ভরে,
মনের মাঝে,নেই মৃত্যু ভাবনা
    যেতে হবে ধরা ছেড়ে।


স্বার্থের মোহে পরে সদা-সর্বদা
      খেলছি রসের খেলা,
হাসতে খেলতে রঙ তামাশায়
      জীবনের সব বেলা।


মানুষ এই দুনিয়া স্থায়ী নয় তো
      দুনিয়া তাসের ঘর,
দমের নাড়ি ও  ঘড়ি বন্ধ হলে
      সবাই যে হবে পর।


আজ বুঝেও মোরা হয়েছি অবুঝ
       যেতে হবে পরপাড়ে,
দুদিন পরে আসল  ঠিকানা হবে
      ওই কবরের অন্ধকারে।


সেদিন জীবনের হিসাব দিতে হবে
   ভাই থাকবেনা কেউ পাশে,
ভুল করলে অংকের ফল মিলবে না
       সবই বুঝবে অবশেষে।