এক বোনের কষ্ট দেখে
     এম এ সালাম
       ১৭-০৮-১৯


এক বোনের কষ্ট দেখে-
     ঝড়ছে চোখের পানি,
কত বছর না খেয়ে তার
   অতিবাহিত জীবনখানি।


মুখ শুকিয়ে হাড্ডিসার-
    কষ্টের ছাপ মুখে,
স্বামী-ছেলের জ্বালাতনে
     জীবন কাটে দুঃখে।


কোন মতে জীবন কাটে-
     নাতি পোলাবউ নিয়ে,
এক মাত্র তাদের ছেলে
     করছে চার চারটি বিয়ে।


দিন কেটে যায় কাজকর্মে-
    স্বস্তির নিস্তর নাহি পায়,
তবুও কেন  স্বামী ছেলের
     মন করিতে পারে না জয়।


একটুখানি সুখের লাগিয়া-
    দিন রাত কাজ করে,
স্বামীর সাথে অর্ধেক ভাগে
    কাজের ভাগাভাগি করে।
    
ঝুপড়ী ঘরে বাস তার-
    রাতে চাঁদতারা দেখা যায়,
ঝুপ ঝুপিয়ে বৃষ্টি পড়লে
   পানি গড়িয়ে পড়ে গায়।