এক বুক কষ্ট
   এম,এ,সালাম
     ২৮-০৪-১৮
    
মরিয়ম তুমি কষ্ট পেয়েছো-
    যে কষ্ট হয়তঃ ভুলিবে না,
মন থেকে মেনে নিতে পার না,
    কিন্তু কি করব,প্রকৃতি নারাজ।


আমি সিদ্ধান্ত নিয়েছি যাব-
    তোমার মায়ের কুল খানিতে,
কিন্তু প্রবল বৃষ্টি সাথে বজ্রপাত
     যাত্রা পথ রুদ্ধ করে দিয়েছে।


তুমি যখন ফোন করেছো-
      আমি আসছি কিনা,
কিন্তু কি করব হাসির ছলে
     বুঝতে দেই নি অনুর কারন।


তুমি আমার অনুর কথা শুনেই-
     লাইনটি কেটে দিয়েছো,
এক বুক তৃষিত কষ্ট নিয়ে
     তুমি কেঁদো না সোনা।


তুমি যদি কষ্ট চেপে রাখ মনে-
    আমি কষ্ট পাব অধিকতর,
ভুল বুঝ না, বুঝতে চেষ্টা কর
    পারি তোমার কষ্টের ভাগী হতে।


তোমার মায়ের দোয়া অনুষ্ঠানে-
      যোগ দিতে না পেরে,
আমি লজ্জা বোধ করছি একা একা
      আমায় তুমি ক্ষমা কর।


আমি জুমার নামাজে দু'হাত তুলে-
     দোয়া করছি মায়ের জন্য,
তিনি যেন জান্নাতে জায়গা পায়
   খুব বেশী ভাল নারী ছিলেন বলে।


তুমি রাগ করনা সোনামনি-
      ভুলের জা-জা পাচ্ছি প্রতিপদে,
দেখা হলে সব  ভুলেরই      
সেদিন না হয় তুমি সাজা দিবে।