এক কুমারীর গল্প
     এম এ সালাম
         ২৯-১১-১৯


আমি যে এক কুমারী নারী-
   আমার ও অধিকার আছে,
অধিকার কেন দেয়নি বিধি
   না, অধিকার কেড়ে নিছে।


আমার কি উদ্বাহ হবে না-
    নাকি কুমারী থেকে যাব,
কোন বর নেই সাথী করিবে
   নাকি চির কুমারী রয়ে যাব।


বিধি কি আমাকে বর দেয়নি?
     তাই বলে আমি কুমারী,
কোন সুহৃদয়বান নেই ধরায়
    যে করবে আমায় স্ত্রী।


আমার তো অধিকার আছে-
    পুরুষের সংসার করার,
ছেলে সন্তানের মা হওয়ার
     অধিকার নেইকি আমার।


অন্তরে যে জ্বলছে আগুন-
     নিবে নারে কোন জলে,
উদ্বাহর কাজটি হবে কখন
     পুরুষের ইচ্ছার অনুকুলে।