এক কুমারীর মনের কথা
       এম,এ,সালাম
        ১৩-০৬-২০


আমি যে এক কুমারী নারী
আমারও অধিকার আছে,
অধিকার কেন দেয় নি বিধি?
নাকি অধিকার কেড়ে নিছে।


আমার কি ঊঢ়ি হবে না
নাকি কুমারী থেকে যাবো,
কোন পুমান নেই, উদ্বাহ করিবে
নাকি চির কুমারী রয়ে যাব।


বিধি কি আমারে বর দেয় নি?
তাই বলে হলাম চিরকুমারী
কোন সুহৃৎ নেই কি ধরায়
যে আমার করিবে পরম স্ত্রী।


আমারতো অধিকার আছে
পুরুষের সংসার ধর্ম করার,
ছেলে-মেয়ের মা হওয়ার
অধিকার নেই কি আমার?


মনের ভিতর জ্বলছে আগুন
নিভে নারে কোন জ্বলে,
আমার ইচ্ছে পূরণ  হবে
জীবনের কোন মহাকালে।