ভিক্ষা বৃত্তি জঘন্ন পেশা-
    এই দুনিয়ার মাঝে,
এই পেশাটি দূর করিতে
   সে যে পরিশ্রমী সাজে।


সুমীর মায় ভিক্ষা করিত-
      মানুষের বাসায় বাসায়,
বড় হলে সুমী বেগম তার,
      মাকে বারে বারে সাশায়।


ক্ষুধার কারণে ভিক্ষা করা,
      জঘন্ন তম কাজ,
এর চেয়ে আর ঘৃনিত কাজ
      নেই জগতের মাঝ।


নবীর কথা কাজ করে খাও-
      ভিক্ষা করে নয়,
ভিক্ষাবৃত্তি সুমী বেগমের কাছে,
      কেমন কেমন হয়।


আত্মবিশ্বাসে সুমীর মায় এখন-
      ঝি'য়ের কাজ করে,
ফাকে ফাকে বাড়ীতে এসে-
     খেজুরের রস কাটে।


সুমীর জীবনে ঘাত প্রতিঘাত-
       কত এসেছে, আবার গেছ,
কষ্টের ফল সুমী বেগম এখন,
      স্বপ্নের ঘরে তুলিয়া নিছে।


পুরুষের কাজ সুমী করে-
       যাহা অনেক পুরুষে পারেনা,
সামান্য তম কাজের কারনে,
      সুমী কাহারো ধরনা ধরে না।


আমার কাছে আশ্চর্য্য লেগেছে-
    সুমীর খেজুর রস কাটা দেখে,
কষ্ট এখন বস করেছে সুমী,
    ইচ্ছে ও অধ্যাবসায়ের ফলে।
      
       (ছদ্দ নামে কবিতা লেখা হয়েছে)