এক ভবঘুরের গল্প
   এম,এ,সালাম
    ০৯-০৯-২০


আমার বন্ধু আছে, সে বাংলায় এম এ পাশ
চাকরি  নেই সে ভবঘুরে জীবন বরড়াবাঁশ।
ঘুরেফিরে  কাজ করে না বাবার অনেক জমি
আহলাদে গা ভাসিয়ে  চাকরি পাই নে জানি।
লেখাপড়ায়  বেগ পাই নি খরচ দিছে মাসে
চলতে পথে বাঁধা  পাই নি টাকা পাবার আশে।
নিজের মত চলত বন্ধু কাউকে করে নি পরোয়া
মায়ের থেকে সুযোগ পেয়ে খরচে চলত ঘরোয়া।
কত যে চেষ্টা তদবির করছে  চাকরির জন্য
কোম্পানির  চাকরি  পাইলেও জীবন হত ধন্য।
ইন্টারভিউ কে ভয় করিত জ্ঞানে ছিল দূর্বল
লেখাপড়ার দুর্বল হলেও টাকায় ছিল সবল।
ভবগুরের জীবন ছিল বিরহ কাতরতায় ভরা
মনটা ছিল খুব দূর্বল যেন ভাদ্র মাসের খরা।
তার চাকুরির  বয়স চলে গেছে পঁয়ত্রিশ নাই
বাবার জমি বিয়ে দিয়ে ভবঘুরের মত খায়।
চিন্তায় চিন্তায় কর্মজীবন  মরুভুমি হয়ে গেছে
সু-সময়ের সব বন্ধু বান্ধব  নেই রে কেহ পাশে।
ভবঘুরে হলেও তার যে সন্তানাদির বড় সংসার
লিখা পড়ার মূল্যহীনে মনে সুখ নেই  যে তার।