একান্তে কথা
     এম,এ,সালাম


সীমাহীন ব্যবধান ঐ ক্ষৌনীটার মাঝ-
   চিরকাল থাকিতে চাই আপন করে।
দেখা হবে ওই সুনীল আকাশের নিচে-
  নচেৎ এ জীবন ষোল আনাই মিছে।
বিশ্বাসে নিঃশ্বাসে তুমি কতনা আপন
  তোমায় নিয়ে দেখি কত না স্বপন।
সবই ভুলে চলে যাব দু'জন মিলে-
  এই ভুবনের মাটি থেকে অনেক দূরে।
মিলে মিশে থাকিতে চাই নিরালয়ে-
আপনের আপন করে তোকে লয়ে।
তুমি বিনে মনোকাশে উঠবে না চাঁদ-
  খসে যাবে উল্কারাশি আমাদেরই মাঝ।