সেই একাত্তরের এই দিনে-
     আসছে স্বাধীনতার ঘোষনা,
বিশ্বের ইতিহাসে দিবসটি
     গড়ল স্বাধীনতার রচনা।


আমরা ছিলাম পরাধীন -
     হইলাম এখন স্বাধীন,
শেখ মুজিবুর রহমান,স্বাধীনতা
    ঘোষনা দিল যেদিন।


স্বাধীন ভাবে কথা বলা চলা-
    মানুষের মুখ্য অধিকার,
পাকিস্তানের গল গ্রহ হয়ে
    বেঁচে না থাকার অধিকার।


মুখের ভাষা স্বাধীন হল-
   বায়ান্নোর ভাষা আন্দোলনে,
সব অধিকার ফিরে পেলাম
    স্বাধীনতার ঘোষনার ফলে।


বঙ্গবন্ধুর ঘোষনার ফলে-
    বাংলার মানুষ উজ্জিবিত হয়,
নয় মাস সংগ্রাম, যুদ্ধ করে
     লাল সবুজের পতাকা পায়।


ষোলই ডিসেম্বর  বিজয় হল-
    বাংলাদেশের স্বাধীনতা,
পশ্চিমাদের গলগ্রহ নেই রে কেহ
     উড়ছে বিজয় পতাকা।