একদেশদর্শিতা
এম,এ,সালাম
০৬-১১-১০


শালিশম্যান  যদি হয় পক্ষানুরাগ
সুবিচারের  আশা করা যায় না,
বলে বেড়ায়  বিচার করি সততায়
কাহারো কাছ থেকে সুধঘুষ খায় না।


সমাজে অযুক্তিককে যুক্তি দেখিয়ে
প্রকাশ করে আমি বড় জ্ঞানী,
দাপটের  সাথে হুংকার করে সে
মজলিসে বলে অনেক কিছু জানি।


নিজের গর্ব নিজে করে বেড়ায়
সতত ভাব নিয়ে সে কথা বলে,
লোক সমাজে  অযুক্তিক কথা
কেমনে যুক্তিক ভাবে সে চালে।


সমাজ তাকে সর্বদা ধিক্কার জানায়
তাতে সে লজ্জা শরম পায় না,
স্বপক্ষের কাছ থেকে সম্মানী নেয়
বিপক্ষের কাছ থেকে কিছু খায় না।