এমনই মেঘময় চাঁদে কতরাত দেখা-
    মিলেছিল জীবনের প্রাক্কালে,
আর কোন দিন ফিরে পাব না হায়!
   সেই মধুমাখা রাতের মিষ্টি হাসি।


কত জ্যোৎস্না রাতে আঁচল মেলে-
   দুজনে একাকার হয়ে বসে গল্প করেছি,
হাতে হাত রেখে দুজনে শপথ করেছি
   তুমি আমার, আর আমি তোমার।


সেদিন দেখেছি মেঘমালার ফাকে-
   থালার মত চাঁদটা লুকোচুরি খেলে
কত ভয় দেখিয়েছিল দু'জন কে
আর ভয়ে কাপছি চাঁদের অভিমানে।


খোলা আকাশে দক্ষিনে চাঁদটা রেখে
স্কুল বারান্ধায় বসেছিলাম হাতে হাত রেখে,
আর তুমি ভয়ে কাপছিলে যদি কেহ
দেখে ফেলে লুকিয়ে প্রেম চুকিয়ে কথা।


আর কোন দিন আসবে না এ রাত-
     আর আসবে না জীবন যৌবন,
আড়ি পেতে আর দেখবে না কেউ
    জ্যোৎস্না রাতের ভালবাসা কেউ।