একদিন ধরা পড়বে (১৯০৮)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৪-০৯-২০২২
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
শাক দিয়ে মাছ ডাকতে গেলে
একদিন পড়বে ভবে ধরা,
এতো দিনের চালাকি চাতুরতা
বুঝলেন জ্ঞানীগুণী যারা।
মনের কোণে ভয় নেই রে যে
সাহস যে তেড়া ভেড়া,
এবার মৃত্যু অবধি করবে বন্ধ
তোমার সাহস নরাচড়া।
কিসের কারনে করলিরে তুই
বিএ,এম এ লেখাপড়া,
মানুষ মারার কল পেতে তুই
এবার খেয়েছিস ধরা।
কেমনে ভুলে গেলি পাপীরদল
একদিন অক্কা পাবি,
সব স্বার্থ তোর পড়ে থাকবে
কোন পথে যে যাবি?