একদিন মায়ার জালে
  এম,এ,সালাম
     ২৭-০৯-২০


মায়াবিনী লতায় জড়িয়ে আছে
       তোমার স্মৃতি গুলি,
যতদিন বাঁচি ততদিন যেন
       তোমার কথা না ভুলি।


তোমার মুখটি স্মৃতির পাতায়
       দৃশ্যপট হয়ে আছে,
তোমার উপলব্ধি দেখি যেন
     আমার হৃদের পাশে।
      
মায়ার জালে জড়িয়ে ছিলে
     আমার অন্তরে অন্তরে,
সেই স্মৃতি ভুলিতে পারি না
     মন তোরে মন তোরে।


কত দেশ বিদেশে ঘুরিলাম
    তোমার মত মানুষ দেখি নি,
তোমার মন ভোলানো ভালবাসা
     প্রিয় আর কোথাও দেখি নি।


পাখি ডাকা ভোরের আলোয়
     তোমাকে দেখিতে পাই,
মন থেকে মায়াবী স্মৃতিগুলি
       আজও কি করে হারাই?


পরন্ত বিকেলে লেকের পাড়ে
      ঘুরিতে যখন আসি,
তোমার স্মৃতি জাগানিয়া স্বপ্ন
      নিয়ে মাঝে মাঝে হাসি।


অন্তর চোঁখে এখন ও দেখি
      তোমার অশ্রুসিক্ত চোঁখ,
আমার কঠিন হৃদয় গলে গিয়ে
       সিক্ত হয়েছিল বুক।


চিরকুটের উপর চুমু চিহ্ন
   এখনও মনে পড়ে,
সেই স্মৃতি  মনে পড়িলে
     নয়নে অশ্রু ঝড়ে।


আমাকে ভুলে কোথায় আছরে
  একটু আসবে হাতির ঝিলে?
সেই নব্বইয়ের ইতিহাস তুলে
    দু'জনে গল্প করিব ভুলে।