একদিন রমনার বটমুলে হাটছি-
     হঠাৎ এক প্রেমিকযুগল দৃষ্টি কেড়ে নেয়,
দেখলাম তারা মনানন্দে গল্পে মত্ত
   কোন ছোট-বড়  মানছে না তারা।


হাটছি আর ভাবছি এ কেমন প্রেম-
    মানছে না কোন চক্ষুলজ্জা,
মাঝে মাঝে ভাবছি বয়স যে শেষ
    যা দেখে আমিও লজ্জা পেলাম।


সময় সঠিক মনে নেই বোধহয়-
  ফেব্রুয়ারীর সতেরোর একদিন
ঘুরে ক্লান্তদেহে বিশ্রামাগারে বসি-
ফেরিওয়ালার খিড়াই মজাকরে খাই।


ওদের প্রেম কাহিনী তখন ভাবছি-
মনকে বলছি বয়সটা প্রেমের নয়,
তবুও যেন প্রেম করার সখ জাগে
কিন্তু কি করব নিজেকে বশে নিলাম


আবারো হাটছি মাঝে মাঝে একই-
    গল্পে মত্ত আছে ষোরশি বা তার বেশী
বয়সের মেয়ে ছেলেরা আমার খেই
হারিয়ে ফেলার উপক্রমে তাল-মাটাল।


আমি ছেয়েছিল ক'টা পিক নিব-
    সাথী বন্ধু বলছে আমরা যে বৃদ্ধ,
এই বয়সে ওই কাজটি সাজেনারে
    তাই নিজের ছবি তুলে নিলাম।