একদিন সবুজ গাঁ,য়ে
             এম, এ, সালাম
               ২০-০৫-১৯


বন্ধু, যাব আমি গাঁয়ের পথে-
       যেখানে ওই নীল আকাশটা,
মিশে আছে গায়ের শেষে,
        সবুজ শ্যামল গাঁ,টি ঘেষে।।


যে গাঁয়েতে গাছের চুড়ায়-
    কোকিল ডাকে দিনের শেষে,
সবুজ শ্যামল গাঁয়ের স্মৃতি
      মিশে আছে আমার সাথে।।


যে গাঁ,য়েতে দিনের শুরু-
     পাখ-পাখালির গান দিয়ে,
সূর্যের আলো ছড়িয়ে পড়ে
      সবুজের রঙ গায়ে মেখে।।


পল্লীর সকল ভাই বোনেরা-
        যাব গাঁয়ের পথ ধরিয়া,
যে পথে কৃষকেরা ছুটে চলে
   লাঙ্গল জোয়াল কাঁধে নিয়ে ।।


গাঁয়ের  সাথীরা যাব আমি-
     যে গাঁয়ের কোলটি ঘেসে,
সবুজ ধানের ক্ষেতের সাথে,
     গাঁয়ের দীঘল পথ মিশে আছে।।


ও ভাই আমার যাব আমি-
         মযে গাঁয়ের পাশ দিয়ে ভাই,
দূর দুরান্তের পথিক চলে,
           ডিঙি নৌকা বৈঠা বেয়ে।।


পল্লীর দুলাল ভাইগো আমার-
     একদিন সেই পথ দিয়ে যাব,
যে পথের কোলটি ঘেসে,
      পল্লী বধু আমন মনে ছুটে চলে।।