মনে আমার ইচ্ছে জাগে-
          যাব কোন সে দূরে,
     মেঠো পথে সবুজ শ্যামল,
          বৃক্ষ  লতা পাতায় ঝড়িয়ে।


     হাটার ইচ্ছে এমনই পথে -
           পথটি দীঘল আঁকাবাকা,
      পায়ের রেখার ক্ষত পড়েছে
      কোথাও, সিধে বাকা।


   হাটতে আমার  ইচ্ছে জাগে-
         আকাশ বনের শেষে,
    নীল আকাশ টা মিশে আছে
        সবুজ ধানের ক্ষেতে।


    হাবির বাড়ী ওই পাড়াতে-
         হেটে যেতে হয় পায়ে,
     লস্করপুরের পাকা বাড়ীর,
         পাশ দিয়ে যাব ডানে।


   গাঁয়ের পথটি এত সুন্দর-
       চলমান কাঁচা রাস্তা,
  সে পথ দিয়ে যাব আমি,
       হাজী পুড়ের রাস্তায়।


   কোন সে দূরে দৃষ্টি পড়ে-
       চোঁখের নজর কেড়ে,
   গাঁয়ের পথে রাস্তার উপর,
       বিশাল তালের গাছ।


   পথ চলেছি দুপুর বেলা-
      আকাশে সাদা মেঘে,
   কৃষকেরা কাজে ব্যস্ত
      সোনার ধানের ক্ষেতে।


   মনের মানুষ প্রানের মানুষ-
         যদি  সাথে থাকত,
  কাঁচা পথে হাটতে আমার,
        কতইনা ভাল লাগত।


   মন চায়  সারা জীবন-
          হাটি এমন পথে,
   গাঁয়ের পথ আঁকা বাকা,
      আমার জীবন মিশে আছে।