একফালি আক্ষেপ (১৮৬১)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৮-০৮-২০২২
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
মধুর শিশি অনেক ভেঙেছে
ভেঙ্গে টুকরো স্বাধীন দেশ,
আমার মা  তোর শ্রেদ্ধেয় মা
ভাল-ই আছি,আছি বেশ।


নিজের স্বার্থে ভেঙে চুরমার
গড়ার মতো ভাবনা নেই ,
কাণ্ডারী যারা ছুটছে তাহারা
ভিন্ন করার চিন্তা কই।


ভাঙছে রাজ্য হচ্ছে উপজেলা
শহর নগর সবখানে,
মিলছে নাতো মধুর মিলন
ভাঙছে যারা সব জানে ।


ভাঙা-ভাঙির এই তেলেসমাতি
জাত ধর্ম নিচ্ছে টানি,
বাদ পরছে না ভাষা অন্ন বস্ত্র
বোকার দল নিচ্ছি মানি।


আহা!ভাঙছে দল অদল-বদল
নিয়ম নীতির তোয়াক্কা নেই,
বিজ্ঞজনে মাথা নেড়ে সায় দিচ্ছে
বোকার মত মানছি যেই।


নিজের সমস্যা বুঝেও অবুঝ
মেধাজ্ঞানের ক্ষয় মেনে,
অবাক হয়ে সব তাকিয়ে দেখছি
সহজ ভাবেই নিচ্ছি চিনে।


রোজই অর্থনীতির চাকা ভাঙছে
মেনে নিচ্ছে তা মুখ বুঝে,
বাস্তবতা আজ অচেতন ঘুমে
মানবতা আজ তাই খুঁজে ।


সংগ্রাম করে ওঠাও আওয়াজ
সময় কিন্তু যায় ছুটে,
গভীর রাতের নীল নঁকশা করে
মহার্ঘ্য যা নেয় লুটে ।


মধুর শিশি আর ভাঙিস নারে
টুকরো নয় মায়ের দেহ,
তোরাই মায়ের স্নেহের সন্তান
একথা আর বুঝবে কেহ?