একফালি অযুহাতে
    এম, এ, সালাম
     ০৭-০৫-২০
        
        এক-
রমজান আসিলে কেন?
    পেটের পিড়া বাড়ে,
কেমন করে অসুস্থ্যতায়?
    রোজা রাখিবার পারে।


রমজান আসিলেই সতত
   পেটের ক্ষুধা বাড়ে,
বার বার খাওয়া লাগলে
   রোজা রাখি কেমন করে?


রমজান আসিলেই রাতে
   চোখের ঘুম বাড়ে,
কেমন করে ভোর রাতে?
    সেহরি খেতে  পারে।


রমজান আসিলেই কেন?
   পেটে গ্যাস্টিক বাড়ে,
পেটে ব্যাথা থাকলে পড়ে
   রোজা রাখি কেমন করে?


          দুই-
এত্ত বড় দিনটি রোজায়
     কেমনে না খেয়ে থাকি,
সতত ছুচু মুছু করে যে মন
     তাই কেমনে রোজা রাখি।


এমনিতেই ভাল ঝালো
     খাই সারা বেলা,
রমজানের বাধকতায়
    শরীর করে জ্বালাপালা।


হেসে খেলি দিন কাটাই
    অন্য সকল মাসে,
রমজানে পারা যায় না
    বহু সংযাম আছে।