এক ফালি সৌখিনতা
       এম,এ,সালাম
           ০৫-০৫-২০
মাত্রাবৃত্ত ছন্দে
------------------------------
সৌখিন টাকায় বিকায়
   হৃদয় বিকায়  না,
টাকায় সদায়  কিনা যায়
   মন কিনা যায়  না।


সখ করে কেহ  কুকুর কিনে
     দুঃখীর খবর  নেয় না,
টাকা আছে দানে  বখিল
     গরীবকে দিতে  চায়না।


সখ করে কেউ বাড়ি করে
   কেহ করে আবার গাড়ি,
হায় ঘরে বউ  থাকিতে কেহ
   সাধে বিয়ে করে  সুন্দরী নারী।


কেহ সখ করে  গহনা বানায়
     হৃদয় যে ভাবে  চায়,
কেহ সোনা দিয়ে  নখ বানায়
     বিলাসীতায় গা  বাসায়।


সুখের লাগিয়া  আবার কেহ
    ঢাকায় বানায়  ফ্লাটবাড়ি,
আমি অদমের  যাহাই আছে
    তাহা হতে কিছু  দান করি।