এখনো কাঁদছে মানুষ (১৭৭১)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৮-০৫-২০২২
🚴🚴🚴🚴🚴🚴🚴🚴🚴🚴
কাঁদছে মানুষ শহর গাঁয়ে
কাঁদছে মানুষ পথে,
কাঁদছে মানুষ বস্তির ঘরে
কাঁদছে  ফুটপাতে।


দিনের শেষে পেটের অন্ন
পায়না ছেলেমেয়ে,
কত ইয়াতিম কত অভাগা
বাঁচে ভিক্ষা চেয়ে।


ক্ষেত খামারে ফসল নেই
চাষীর মাথায় হাত,
ক্ষুধায় কাঁদে ছেলেমেয়ে
কষ্টে লাগে আঘাত।


মহামারীতে কারখানা বন্ধ
শ্রমিকের হা-হা কার,
ছেলে মেয়ে ক্ষুধার জ্বালায়
নিত্য অন্নে অনাহার।


ধনীর বাসায় ঝিঁয়ের কাজ
পেট চলেনা তাতে,
উদয় অস্ত খেটে মরে ওরা
শিশু কাঁদে রাস্তাঘাটে।


তাদের খবর কেউ রাখেনা
ফুটপাতের হকারী,
লঞ্চ,বাস টার্মিনাল রাস্তাঘাটে
কিংবা বাড়ী বাড়ী।


জীবন স্রোত চলছে ধেয়ে
ওই শেষের ঠিকানায়,
ছুটতে ছুটতে পৌঁছে যাইবে
জীবনের শেষ মোহনায়।