একজন চোগলখোর
   এম,এ,সালাম
    ০৮-১০-২১
======================
সবার সাথে মিষ্টি মধুর কথা বলে সারাক্ষণ,
এটা সেটা হাজার কথায় ভুলায় আগে মন।
নকল সুরাতে কাছে বসে বন্ধুয়ার খোলসে
অপরের হৃদয়াঙ্গম করে দারুন অনায়াসে।
সুযোগ বুঝে কাছে বসে শরীরটা যে ঘেসে
ফাঁক পেলে কুৎসা রটায় সে যায় ফেঁসে।
সত্যটাকে হ্রাস-বৃদ্ধিতে নিজে সাজে চালাক
কু-বুদ্ধিতে অপরের বউকে সে দেওয়ায় তালাক।
অতি উৎসাহী হয়ে মিথ্যা বলেন থাকে না আপত্তি
পরের মনটা উচকে দিতে তার, তাদের আসক্তি।
একটি সত্যের মাঝে হাজার মিথ্যা কথার ভান্ড
আবোল তাবোল বলে সমাজ, করে খন্ড বিখন্ড।
আমার মুখ তোমার মুখ বলে নেই যে কোন তফাৎ
আমার মতে চললে সমাজে নেই যে কোন বিপদ।
নিজের স্থায়িত্ব গেড়ে ফেলে কৌশলে পাকা পোক্ত
নিজের স্বার্থ চরিতার্থ করতে কু-স্বভাবে সম্পৃক্ত।
চোগলখোরিতে নষ্ট হয় সমাজ রক্তের সম্পর্ক ছিন্ন
বদলে যায় সমাজ দেশ সৌন্দর্য হয় রুপ হয় ভিন্ন।
হিংসা -বিদ্বেষ  শত্রুতা বাড়ে রুপ নেয় যে বিতর্কে
শ্রদ্ধা স্নেহ ভালোবাসার ক্ষয় হয় মতোবিরোধ সম্পর্ক।