একজন প্রেমিকের আকুতি (১৯৪৬)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০২-১১-২০২২
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ওগো সাথী শোন মন দিয়া যাহা বলি
মিলেমিশে একসাথে কোথা যাই চলি,
ঘোর পরিস্থিতিতে একা থাকা যে দায়
তুমি বিনা মন আমার করে হায় হায়!


জগত হয়  মনোপুত তুমি এলে কাছে
প্রেমডোরে বুকে রেখো মন যাহা যাচে,
দূর থেকে ফোনালাপে ভালোবাসা হয়?
মনোমাঝে সাতপ্যাচে জাগে কত ভয়।


নয়ন জল  করে ছলছল  সতত  ঝরে
হৃদয় খানি ডুকরে উঠে বেদনার স্বরে,
কত কথা মনে উঠে কেমনে বলে যাই?
মনোমাঝে দুঃখ বাড়ে সুখ নাহি যে পাই।


তুমি বিনে মোর ঘরেতে শূন্য খাঁচার মত
কিংকর্তব্য হয়ে দিক হারাই ভয়ে হই নত,
তুমি ছাড়া রোজ নিশিতে কেমন যে লাগি
ঘুম আসে না দুই নয়ণে থাকিই শুধু জাগি।


বলো বন্ধু চলে যাই গো অনেক অনেক দূর
কোথাও গিয়ে নিরিবিলিতে তুলি প্রেম সুর,
কাছাকাছি ভালোবেসে থাকি যে এক সাথে
নিশ্চিন্তে ঘুম দিব যে জাগবো যে এক সাথে।