স্বার্থের লাগিয়া আকঁশা-আকঁশি-
     জায়ার লাগিয়া টান,
অনাদরে যদি রাখিস ভর্তাকে
     অর্থের লাগিয়া সম্পর্ক ম্লান।


স্বার্থান্বেষনে অর্থ খুজে যাহারা-
    বেলেল্লাপণা রুপ ধারণে,
কারণে অকারণে নির্যাতন কর
     তোমার আদরের অর্ধাঙ্গীনিরে।


হ্রীমান কি নেইকো তোমার-
    ভ্রুতে কাজলের অপব্যবহার,
যার কারণে বিকিয়ে সম্মান
     হারিয়ে অর্থ শুকিলি আবার।


মানুষের মত মানুষ যদি হতে চাও-
     মান বিকিয়ে দিওনা স্বার্থে,
ফুলের মত ভরা যৌবনটি
     কর না নগ্ন স্বার্থেই চরিতার্থ।


লজ্জার ঝাঁড়ি মাথায় নিয়ে ভয়ে-
     স্বার্থে নিয়ে চিন্তা মগ্ন আজি,
বর-কনে যদি রাজি গো থাকে
     উৎফুল্লে আপ্তগরজি কাজী।