একটি তারকার খোঁজে
      এম,এ,সালাম
       ০৪-০৬-২০


একটি তারা দেখছি আমি ওই অঁখিলের গায়
মেঘের মাঝে আমার দিকে ফিরে ফিরে চায়।
বিজলি মেয়ে আঁচল নেড়ে জাল বুনে যায়
মুষলধারে বৃষ্টি পড়ে গ্রীষ্মের ঝড়ো হাওয়ায়।
বজ্রাপাত পরতে আছে একের পর এক
একটি ছেলে মারা গেছে শুনছি রায়ের তবেক।
দিনের বেলা সূর্য নেই আছে মেঘের ভেলা
বৃষ্টি মেয়ে সারাবেলা ঝাড়িলয়ে করে খেলা।