একটুখানি মাটির মমতায়
        এম,এ,সালাম
           ১৫-০৭-২০


মাগো তোমার কোলে জন্ম নিয়ে
      বড় হয়েছি মাটির মমতায়,
মাটির উপর ভর করেই মাগো
       আমার জীবনের অভিপ্রায়।


মাটি যে আমাকে আগলে রেখেছে
      বুকে ধরা সন্তানের মত,
মাটির উপরে হুমরি খেয়ে আবার
     এই মাটিতেই দাড়িয়াছি কত।


স্থল যে আমার আপনের মত
       কাউকে ঠেলে দেয় না মাটি,
এই মাটিই মোদের কাছে বলব
        খাঁটি সোনার চাইতে খাঁটি।


এই মাটিতেই সোনা ফলে
        হয়তঃ শস্য কনা রুপে,
এই মাটতেই শেষ সমাধি
      আমার কপালে লেখা আছে।


এই মাটতেই শস্য ফলাই
       বপুতে দেয়ার লাগি,
  কোন সময় রেগে যায় না
       যতই জ্বালাতন করি।


তোমার তরে মাথা ঠেকাই
       মোদের জন্ম ভুমি ভেবে
তোমার বুকে শেষ নিঃশ্বাস,
       ত্যাগ করি মোরা সবে।