একটু না হয় ধৈর্য্য ধর
     এম,এ,সালাম
      ১১-০৭-২০


যখন আমার চোখে পড়ে বন্ধুর কালোমুখ
কষ্ট রাশি চেপে বসে তোমার মনের দুঃখ।
উথাল পাতাল করে মন,বন্ধুর কথা শুনলে
মন তোমার ফ্রেস হবে প্রেমের জাল বুনলে।
চলতে পথে ঘাতপ্রতিঘাত কত আসবে যাবে?
বাধাবিঘ্ন ধৈর্য্য ধরে মোকাবেলা করতে হবে।
বন্ধু,একমাঘে শীত যায় না মনে রেখো তুমি
ওই রকম বিপদে ছিলাম ভুক্তভোগী আমি।
অন্ধকার কেটে গেলে আসবে দিনের আলো
মলিন বদন সেদিন তোমার হয়ে যাবে ভাল।
আর কটাদিন সবুর কর সুখের নাগাল পাবে
সেদিন তোমার হাসি মুখ দেখতে পাবে সবে।
হিমাংশু আকাশে উঠলে যায় না তারে ঢাকা
মেঘের মাঝে উকি দিলে মেঘ বালিকা ফাঁকা।
একটু পরে মনান্বারে হায়! ফুটবে মধুর হাসি
তখন হতেই ওদের সব কল্পনা হয়ে যাবে বাশি।