একটুখানি সুখের আশায়
   এম,এ, সালাম
      ২৭-০৮-২০

চলনা,এই সুযোগে ঘুরে আসি
   একখানা নতুন ঘর খুজি,
এই সুযোগ আর এই জীবনে
    আর কখনো আসিবেনা বুঝি।


সারা জীবন কষ্ট করলাম
    মালিকের বাসায় বাসায়,
সুখের লাগিয়া সন্তান নিলাম
    একটুখানি সুখের আশায়।


আর কতকাল কষ্ট করিব
    ওই মালিকের নিবাসে থেকে,
ছায়ার মত আর কতকাল
     সতত রাখবে মোদের দেখে।


মাথা গোজার ঠাঁইয়ের লাগি
     একটু নিজের ঘরের জমি খুজি,
মারা গেলেও রাখবে কোথায়?
     সেদিন কার মাটির উপর বুঝি?


সব কষ্টের ফসল বুনে যাব
   নতুন প্রজন্মের লাগিয়া,
কোন দিন যেন ওই সুখ পাখিটা
    মোদের থেকে যায়রে ভাগিয়া।