দাদার জন্য পাগল হইছে-
      সাধারণ জনগন,
দাদায় নাকি ভাল মানুষ
   অনেকের আপনের আপন।


গাছপালা শ্বাস-প্রশ্বাসে -
    সবাই দাদার কথা বলে,
সব খানেতে দাদা লোচন
   পান, চায়ের চুমুকে বলে।


কেহ বলে পূরণ চাল-
    ভাতে অনেক বেশী বলে,
সত্যকথা তিক্ত হলেও
    ধৈর্যে সময় মত ফলে।


দাদায় নাকি ভাল লোক-
    সব খানেতে বলে,
মুখে নয়,রে দাদা ভক্তি
    আছে অন্তরে অন্তরে।


দাদার গায়ে কাদা আছে-
    অনুপাতে অনেক কম,
দূর্নামের চেয়ে অনেক বেশী
     ছড়িয়ে আছে সুনাম।