এ্যমিটির গ্যালভানাইজিং
      এম এ সালাম
          ১২-০৬-২০


মুক্তা,প্রবাল,নীলকান্ত-
    হিরক পদ্মরাগ,
পঞ্চরত্ন নাম দিয়েছেন
   মহার্ঘবস্তের শান।


যতই সংবৃতি করাও-
     মুক্তা মানিক্য দ্বারা,
বহিরাঙ্গের আচ্ছাদন
      নয়-রে মন কাড়া।


ভিতরঙ্গে তোর কালিমাখা-
     খোলস জহরতে,
ছাদন ছদন যত কর রে
     সব যাবে বিপথে।


লেপন লাগাও বজ্রোর পড়ে-
    তাম্রোর উপর নয়,
শক্ত করে ছাপর দিলেও
     হবে যে তোর ক্ষয়।


মনি খচিত গোমেদ ধাতু-
    মনিই থেকে যায়,
এমিটির উপর প্রচ্ছাদনে
     প্রবাল হবে ক্ষয়।