এমন কেন ভাবি?(১৭৫০ তম)
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
১৮-০৪-২২
************************
মুখে বলে নারী পুরুষ সমান সমান
একথা শুধুই কাগজে কলমে,
মনের  মাঝে হাত-পাচ খাইতেছে
আসল কথাটির কি মানে |


সমাজে পুরুষ ভাবে নারী কেবল
গৃহের চাকর সেবা দাসী,
ছেলে মানুষ,বাহিরের কাজে ব্যস্ত
নারীর রান্নায় ব্যস্ত বেশী।


পরিবারে পুরুষ চায় নারী কেবল  
ঘরমুখী  হয়েই  থাকুক,
বাহিরমুখী নানা পরিচয় থেকে
নিজেকে লুকিয়ে রাখুক।


উন্নতির হেতু ওই যশোর সেতু
সেথায় পুরুষ ভাবে তার,
পুরুষে চায় না খেত খোলাতে
তার নারীর অংশিদার।


নারী মানেই নরম ও কোমল
মোমের মত দেহের অঙ্গ,
পুরুষের ইচ্ছে চাইলেই পাবো
নারীর ইচ্ছেমত সঙ্গ।


পুরুষেরা কখনো দেখে নি ভেবে
নারীর আছে সুন্দর মন,
ভালোবাসা আর প্রেমের পরশে
সংসারে থাকে সারাক্ষণ।


নারী তো নয় কোন কঠিন বস্তু
নারী নরম কাদার মত,
সোহাগ স্নেহ ভালোবাসা পেলে
স্মশানে ফুল ফোটায় কত?


নারী সে হয়তো নদী মাতৃক
পদ্মা,মেঘনা ও যমুনা,
নারী পুরুষের মিলন মেলায়
নুতন সংসারের সুচনা।


ধরায়,নারী মানেই নরের  অর্ধেক
ভাবতে যেন ভুলি না,
সৃষ্টির অর্ধেক নারীর সংস্পর্শে
নারী মানে যোনী না।