এমন যদি শাসক পেতাম(১৮৪২)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৯-০৭-২০২২
----------------------------------------------
আজ বড় প্রয়োজন নির্ভীক সৎ শাসকের
যার মনে বিরাজ করে প্রভুর ভয়,
যে শাসনে থাকবে না কোন লোভ দুর্নীতি
যার কার্যে হবে না অর্থের অপচয়।


সব জনগণকে ভালোবাসবে সমানভাবে
সদা মনে বিরাজ করবে দীপ্তঈমান,
যিনি আমানত রক্ষায় হবে অকুতোভয়
সব জনতা থাকবে তার কাছে সমান।


বিচারে ভেদাভেদ থাকবে না উঁচুও নীচুর
শাসনে রবে না কোথাও হা-হাকার,
আল্লাহর আইনে চালাবে দেশ ব্যক্তির নয়
যার কাছে পাবে ন্যায্য অধিকার।


দেখছি চার যুগ পেরিয়েছে স্বাধীনতার
তবুও হাজার লক্ষ জনতা কাঁদে,
স্বাধীন দেশে বাস করে অসহায় মানুষ
কেন বীভৎস আইনের ফাঁদে?


বর্তমান সমাজে দেশে রন্ধ্রে রন্ধ্রে ডুকেছে
কত অজস্র অশান্তির বিষবাষ্প?
সৎ যোগ্য নেতার অভাব পরেছে শাসনে
চুষে খাচ্ছে অর্থ জনতা নিঃস্ব।


এসো সবে মিলে খুঁজি উপযুক্ত  কাণ্ডারী
ফলে উপভোগ করি জীবনের স্বাদ,
ঘুমিয়ে থাকি দুয়ার খুলে নেতার পাহারায়
মুস্কিলে কেউ আটবেনা অর্থের ফাঁদ।


যে শাসনে মানুষ দলে দলে বিভক্ত নয়
থাকবে মনের মাঝে স্বদেশ প্রেম,
সব মহামারী দূর্যোগে সবাই পরবে ঝেঁপে
সবে বুঝবে যেন বাঁধানো ফ্রেম।


সমান সুযোগ পেয়ে গরীব রবে না অভুক্ত
বিত্তশালী ধনবানরা নেবে খোঁজ,
সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হবে পূর্ণ সমাজ
খোঁজ নিবে ঈমানী নেতা রোজ।