ইষ্টিকুটুম আজ কোথায়?
      এম এ সালাম
       ২২-০৩-১৯


কঠিন এক্সিডেন্ট করে কেহ যদি-
   ছটফট করে দিনের পর দিন বিছানায়,
শুভাকাঙ্কীরা ও আত্মীয় স্বজন
    আসল নকল বিপদে চেনা যায়।
    
আঁতের টানে যাদের ভালবেসেছি-
     সবাই আজ দূরে সরে গেছে,
স্বার্থের কাছে আজ রক্তের টান
      দেখলাম সবই কিন্তু মিছে।


আজ বুঝতে পেরেছি কুটুম্বরা-
     রাগ করছে রোগীর  সাথে,
রোগী  কিন্তু মনে কষ্ট পাইনি
    দেখতে আসে নেই তাতে।


রোগী তোমাদের শ্রদ্ধা,স্নেহের নয়-
     বুঝতে পেরেছে আচরণে,
আসতে বাধকতা থাকে যদি
   তবে ফোন দিলে না কি কারণে?
    
হায়! কারা কাদের ভালবাসেবুঝিনা-
   নাকি রোগী অবুঝ বলে,
এমন আচরণের জন্য দায়ী কিন্তু
  স্বজন রোগী সকলে মিলে।


আজ কষ্ট পাই নি, বুঝ পেয়েছি-
   তোদের দিতে পারি নি কিছু,
যার কারনে রক্তের কুটুম্বরা
    দূর্দিনে রোগীর নেইরে পিছু।


তোমরা না আসতে পারলেও-
    দোয়া করছো প্রানভরে,
তোমাদের জন্য  দোয়া করি
   ভালথেকো সতত সবখানে।


মাতৃত্বের টান নেই কি তোদের-
     নেই ভাইবোনের ভালবাসা,
কুটুম্বের কাছে ফোনের চেয়েও
  কেন করি বেশী কিছু পাবার আশা।