এই বাজারে সুখ নেই
    এম,এ,সালাম
     ২৩-০২-২০


বড় হওয়ার আশায় যদি কর পুকুর চুরি
মান সম্মান সবই যাবে, গলে দিবে ছুড়ি।
রাতারাতি হতে পারবে বড় মহাজন
লোকে যদি জেনে যায় হবে অপমান।
রাতারাতি কেন কর বড় বাড়িগাড়ি?
মরিলে পড়িয়া রবে সবই সারি সারি।
সব দোষ ধরা পড়বে হিসেবের খাতায়
যোগ-বিয়োগ করে দেখ যদি মনে লয়।
বুঝোনি সেদিন হবে তোমার কষ্টের পালা
ধরার সব দোষগুলো হবে সেদিনের জ্বালা
দুই দিনেরই এই ধরাতে কাজে কেন ফাঁকি
সেদিন গাঁটুরী খুলিয়া দেখবে সব আছে বাকি
আরো কত সুখের আশা কর এই সংসারে
ক্ষনস্থায়ী  ধরণীর সুখ,ওখানে কষ্ট হতে পারে।