মেঘলার পরে কনকনে শীত-
    কুয়াশায় ঘেরা বেড়া,
ছোট দিদি বলে লেপ,কম্বলে
    পৌষের শীত তাড়া।


বাবুরা বলে রোজ সকালে-
     চিড়া-মুড়ির মোয়া খাব,
সকাল বিকেলে আগুন জ্বালিয়ে
     পৌষের শীত তাড়াবো।
    
ভেজায় পিঠে রসের সাথে-
     কাঁচি খোঁচার গীত,
ভেজানো পিঠে, গরম রসে
     তাড়াবো কনকনে শীত।


চায়ের দোকানে চুমুক চুমুকে-
    ভোটের আলাপ হয়,
ভোট দিলে কাকে উন্নয়ন হবে
    সেই খবর কেহ লয়।


সকালে যখন রোদের আলো-
   আলো-তাপ বিলিয়ে দেয়,
ঝিমিয়ে পড়া তিন মাথার বৃদ্ধরা
    মধুর রোদের খবর লয়।


গোসল করিতে কষ্ট লাগে-
    ঝিমায় পুকুর পাড়ে,
হুপুশ করে ঝাঁপিয়ে পড়ে
    ধরিয়ে নিয়ে আসি তারে।


টিভির পর্দায় তাকিয়ে থাকে-
    লেপ কাঁথা মুড়িয়ে,
নির্বাচনের খবর দেখে অনেকে
     সব চ্যানেল ঘুরিয়ে।