এই তো আমি
    এম,এ,সালাম
         ০৪-০২-২০


এই তো আমি অপেক্ষা করছি-
     জীবন নদীর বাঁকে,
কে যাবে ভাই ওই পাড়েতে
     সংগে লইবে কাকে।


ওই পাড়েতে যেতে হলে বন্ধু-
     সামানা নিও রে ভাই,
যাবো একা, নিব না কাহাকেও-
     শুধু একাই যেতে চাই।
    
দাদা গেল কবে ওই পাড়েতে-
     দাদি আপুকে রাখিয়া,
যাবার কালে বলে গেছে দাদু
     দাদু রাখিও দাদীকে দেখিয়া।


পাড়ের কড়ি সঙ্গে না লইলে-
    কেমনে পাড়ি দিয়ে যাবে,
যে যাইবে ভাই ওই পাড়েতে
     আর না আসিবে এই ভবে।


ক্ষমতা তোমার লোপ পাইবে-
   তাই তো ক্ষমতা দেখাও না,
শ্বাস প্রশাস চলিয়া যদি যায় গো
    ক্ষমতার বাহদুরি থাকবে না।


এই তো আমি অপেক্ষা করছি-
    ওই পাড়ের খেয়া ঘাটে,
আপনজন যদি আসে এ পাড়েতে
    নিব মহামিলনের হাটে।